কদমতলীতে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩, পরিস্থিতি উত্তপ্ত

1ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলী বাস টার্মিনালে সরকারি একটি বাহিনীর সদস্যদের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পরিবহন শ্রমিক ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় টার্মিনাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

সূত্র জানায়- সাউথ সুরমা ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিককে আসামী করার প্রতিবাদে বুধবার সকালে কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এসময় সরকারি একটি বাহিনীর গাড়িও অবরোধের মুখে পড়ে। গাড়িটি সামনের দিকে এগুতে চাইলে পরিবহন শ্রমিকরা বাধা দেন। একপর্যায়ে শ্রমিকরা মারমুখী হয়ে ওঠলে সরকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এতে উজ্জ্বল ও দেলোয়ার নামের দুই শ্রমিক এবং রাব্বি নামের এক পুলিশ সদস্য আহত হন।

ধাওয়া পাল্টা ধাওয়ার তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার ওসি আতাউর রহমান।

বেলা ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কদমতলী টার্মিনাল থেকে নিয়মিত গাড়ি ছেড়ে যাচ্ছে। পরিবহন শ্রমিকরা টার্মিনালে সমাবেশ করছিলেন। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।