ইলিশ লুট: সেই ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

loxmi_109140ডেস্ক রিপোর্টঃ ভ্রাম্যমাণ আদালতের নামে ইলিশ লুটের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে ওএসডি করে জনপ্রশাসনে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সোহেল রানাকে লক্ষ্মীপুর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনের এডিডি অনুবিভাগে বদলি করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট সোহেল রানার নামে মতিরহাট বাজার কোল্ড স্টোরেজের তালা ভেঙে ২০০ ইলিশ লুটের অভিযোগ ওঠে গত বুধবার রাতে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেয়া হলো।