জন্মান্তরের লোকজ উৎসব ইনাতগঞ্জের ‘ষাঁড়ের লড়াই’
এসএমএ হাসনাতঃ জমজমাট ষাঁড়ের লড়াই দেখতে সম্প্রতি হবিগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ আশেপাশের কয়েক হাজার মানুষ ভিড় করেছিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোস্তাফাপুর মাঠে।
বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২০টি ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ষাঁড়ের মালিকদের টেলিভিশন পুরস্কার দেয়া হয়েছে।
এক সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল ষাঁড়ের লড়াই। কিন্তু এখন আর এটি তেমন দেখা যায় না। ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই ধরে রাখতে অনুষ্ঠিত হল এ প্রতিযোগিতা। বাংলার সন্ত্রাস, মেশিনগান, ফাটাকেষ্ট, শীষনাগের মতো বাহারী নামের আর বিশাল ছুচালো শিং নিয়ে লড়াই যেমন দর্শকদের আনন্দ দেয়, তেমনি লোমহর্ষক লড়াই দেখে অনেকেই শিহরিত হন।
সকালে মোস্তফাপুর মাঠে প্রবাসী সংঘের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াই প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসব আমেজ দেখা যায়।
এলাকার ষাঁড় মালিকরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই আয়োজন করেছিল এ মাঠে। দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষকে লড়াই দেখতে এসে তাদের ফিরে যেতে হয়েছে।
একসময় কাঠফাঁটা রোদ আবার গুড়িগুড়ি বৃষ্টি-উভয় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্নস্থান থেকে হাজার হাজার দর্শক হাজির হয় লড়াই দেখতে।
আয়োজক কমিটির প্রবাসী উৎপল মিয়া জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতেই ষাঁড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
লেখকঃ এসএমএ হাসনাত, বিএসএস (সম্মান), এমএসএস (সাংবাদিকতা), রাঃবিঃ/সম্পাদক মহাকালগড় বার্তা ও মানবাধিকার কর্মী।
নবীগঞ্জ, হবিগঞ্জ
০১৭১০৮৭৪০০৪