দিনাজপুরে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

1 copyমোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:: দিনাজপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে গঠিত “বৈশাখী র‌্যালী” উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ-২ এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন, সিনিয়র এএসপি (সদর সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন, বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, দৈনিক আমাদের অর্থনীতি’র জেলা প্রতিনিধি ফটোসাংবাদিক মোঃ ইউসুফ আলী, জেলা কালাচারাল অফিসার আসফ উদ দৌলা, অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা প্রমূখ। এ সময় সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকাল ৯টায় দিনাজপুর বড় মাঠ থেকে নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। অপরদিকে বিকাল সাড়ে ৪ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন উপ-কমিটির আহবায়ক মোঃ তৌফিক ইমাম’র সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্টেশন ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ১০ এপ্রিল রোববার সকাল ১১টায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রাব্বী’র সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে পহেলা বৈশাখে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন পর্যবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।