ফেঞ্চুগঞ্জে ৭৮০ হেক্টর বোরো ধানের ব্যাপক ক্ষতি

2ডেস্ক রিপোর্ট :: বৈশাখ মাস শুরু হওয়ার আগেই কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জে। তাছাড়া উপজেলার বিভিন্ন ধরণের সবজির অনেক ক্ষতি হয়েছে।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মিছির আলী জানান- রবিবার পর্যন্ত ৭৮০ হেক্টর বোরো ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বেশি ক্ষতি হয়েছে হাকালুকি হাওড় এলাকা, ধুপড়িয়া হাওড় ও বাড়োয়াল বিল এলাকায়।

স্বরজমিনে দেখা যায়- কৃষকরা পানিতে নেমে কাচাপাকা কিছু ধান কাটার চেষ্টা করছেন। বাড়োয়াল বিল এলাকার কৃষক সমছু মিয়া জানান- তার আবাদকৃত সকল ফসলই পানিতে তলিয়ে ও শিলাবৃষ্টি ধ্বংস হয়ে গেছে। কৃষিকাজ ছাড়া রোজগার করার আর কোনো ব্যবস্থা তার নেই বলে জানান হতাশ সমছু মিয়া।