ঝিনাইদহে কালবৈশাখীর তান্ডব নৃত্যে বিদ্ধস্থ এলাকা !
ষ্টাফ রিপোর্টার: ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলে গতকাল সন্ধার পর দেশের উত্তর পশ্চিম কোন থেকে এ ঝড় ঘন্টায় প্রায় ১৫০ থেকে ১৭০ কিমি বেগে প্রবাহিত হয়। এতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কিয়দংশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর, ধলা, বালিয়াডাঙ্গা, বানুড়িয়া, সানবান্দা, রাখালগাছি ও বারোবাজার পর্যন্ত ব্যাপক ভাবে আঘাত হানে। অত্র গ্রামের মিজানুর রহমান এর গাছ ভেঙে প্রায় ৫০০০০ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এছাড়া শতাধিক কাঁচা ও আধা পাকা টিনের ঘর নষ্ট হয় ও প্রায় ২ শতাধিক গাছ উপড়ে যায়, রাস্তার পাশে হওয়ায় মাটি ভেঙে রাস্তার বেহাল দশা। ঝিনাইদহের ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ-রাস্তা সহ বাড়ি ঘর আশু সংস্কার করতে বিনীতভাবে আবেদন করেন সাধারন গরীব এলাকাবাসী।
ঝিনাইদহের দাদপুর ও ধলা গ্রামের হান্নান মন্ডল, মক্ছিদুল, জাহিদুল, সামছুদ্দিন সনু, মান্নান, সেলিম, সহিদুল, আজু, রহিম, সহ অনেকের ঘর ভেঙে যায় এবং টিন বাতাশে উড়ে গেছে, এছাড়া মিজান, সালাম, শুকুর, রায়হান, ভবেন সহ অনেকের টালি টিন নষ্ট হয়েছে। এলাকার জনসাধারন সবাই ই প্রায় দিন আনে দিন খায়। গতরাতে অনেকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির ভিতরে অন্যের বাড়িতে আশ্রয় নেয়। গতরাতেই অত্র গ্রামের ফারুক বিশ্বাসের নেতৃত্বে, রিপন, আশিক, মাসুম শাহাদৎ, জোয়া, নয়ন সহ নাম না জানা সহায়তায় অনেকে টিনের চাল বেধে দেওয়া, রাস্তার গাছ সরিয়ে জনগনের চলাচলের ব্যবস্থা করেন। কালবৈশাখী ঝড়ে কবলিত জনগণ সাহায্যের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।