সুনামগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

4ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের তাহিরপুরে আনজু মিয়া হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক প্রণয় কুমার দাস। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ রায় দেওয়া হয়।

নিহত আনজু মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- একই ইউনিয়নের সুন্দর পাহাড়ি কালিকাপুর গ্রামের মো. কাচা মিয়ার ছেলে মো. আব্দুর রহিম, মৃত আজিম উদ্দিনের ছেলে এরশাদ আলী, তার সহোদর জলুহাস মিয়া, এমরান মিয়া ও মন্তাজ আলীর ছেলে মহরম আলী। এদের মধ্যে আব্দুর রহিম ও মহরম আলী কারাগারে অন্তরীণ থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০৬ সালের নভেম্বর মাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আনজু মিয়াকে তার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায়  নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৬ সালের ১৫ নভেম্বর ১১ জনকে আসামি করে তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. সোহেল আহমদ (ছইল মিয়া) এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. এম এ আশারাফ।