সুনামগঞ্জে ব্যাপক ধড়পাকড় : গ্রেপ্তার ৪৫
সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জ: জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪৩ জন আসামিসহ কার্যবিধির ১৫১ ধারায় ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন জামায়াতের আমির ও এক বিএনপি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।