স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্যুইবেক আওয়ামী লীগের আলোচনা সভা

DSC04495সিবিএনএ কানাডা থেকে।। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা। এই পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা বসবাস করুক না কেন, ২৬ মার্চকে স্মরণ করবে শ্রদ্ধা, আনন্দ ও বেদনার সাথে। গত ৩রা এপ্রিল রবিবার ক্যুইবেক আওয়ামী লীগ ৪৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মন্ট্রিয়লের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করে। ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি জিএম মাহমুদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা শ্যামল দত্ত। কানাডা আওয়ামী লীগ নেতা ইতরাদ জুবেরী সেলিমের পরিচালনায় সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। বিপুল সংখ্যাক প্রবাসীর উপস্থিতিতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। ‘বঙ্গবন্ধু ডাক না দিলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না আর আমরাও বহিঃবিশ্বে বাঙালি হিসেবে পরিচিত হতাম না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নের মডেল রাস্ট্র হিসেবে বিশ্বে পরিচত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে এ প্রত্যাশা রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, লেখক বিদ্যুৎ ভৌমিক, এ্যাডভোকেট অমলেন্দু ধর, সৈয়দ হমত উল্লাহ, বাবলা দেব, মাশারুল আলম রুমান, ইয়াহিয়া আহমেদ, পুলক তরাপদার, সাংবাদিক তানভীর ইউসূফ রনী, সাংবাদিক শামসাদ রানা, আজাদ আলী প্রমুখ।