দুই ঘণ্টা অন্ধকারে থাকার পর সিলেটে বিদ্যুৎ চালু

Blackout Sylhetডেস্ক রিপোর্টঃ প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাকার পর রাত ১০টা ৩৪ মিনিটে সিলেটে বিদ্যুৎ চালু হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সিলেট নগরী । খোঁজ নিয়ে পুরো বিভাগেই বিদ্যু চলে যাওয়ার খবর পাওয়া যায়।
পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাতীয় সঞ্চারণ লাইনে সমস্যা থাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক হলে জনমতে স্বস্তি ফিরে আসে।