তনু হত্যার প্রতিবাদে কোর্ট পয়েন্টে মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শনিবার নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন করা হয়।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও জেলা সভাপতি শামীমা স্বাধীন এর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এর সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক মো. সুরাব আলী, জাসাসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়েছ আহমদ সাগর, মহিলা লীগ নেত্রী রোকিয়া আক্তার চৌধুরী, সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পদাক এম. এহছানুল করিম মিশু, সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমান জনি, যুব মহিলা লীগ নেত্রী জেসমিন বেগম, মহানগর যুবদল নেতা আব্দুস সোবহান উদ্দিন, ব্যবসায়ী ছালিক আহমদ, শাহান আহমদ, আসমাউল হাসনা খান, ডা. ফাতেমা বেগম, রহিমা বেগম, রুকশানা বেগম, মহানগর যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আখলিছ আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী ছাত্রলীগ নেতা এসডি সুমেল, ছাত্রদল নেতা আফজল হোসেন প্রমূখ।