‘নিখোঁজ ইলিয়াসের সন্ধানে সিলেট বিএনপির মাসব্যাপী কর্মসুচী ঘোষনা
গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মাসব্যাপী কর্মসুচী ঘোষনা করেছে সিলেট জেলা বিএনপি।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্ন হতে চললেও সরকার গাড়ী চালক সহ তাঁেক পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যার্থ হয়েছে। আমাদের বিশ্বাস এম. ইলিয়াস আলীকে সরকারের গুম নামক কারাগারে আটকে রাখা হয়েছে। এম. ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেট জেলা বিএনপি মাসব্যাপী কর্মসুচী ঘোষনা করেছে।
কর্মসুচীর মধ্যে- ১০ এপ্রিল রবিবার এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে জেলা বিএনপির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ।
এছাড়াও এদিনে সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ।
১৬ এপ্রিল শনিবার জননেতা এম. ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। ১৭ এপ্রিল রবিবার জেলা, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্ব স্ব এলাকায় খতমে কুরআন ও দোয়া মাহফিল। ২৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে প্রতীকী অনশন। ৩০ এপ্রিল শনিবার বেলা ৩ টায় কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধানের দাবীতে সিলেট জেলা বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসুচী সফলের জন্য দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহŸান জানিয়েছে জেলা বিএনপি নেতৃবৃন্দ।
উল্লেখ্য-২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানী ঢাকা থেকে গুম হন সাবেক জনপ্রিয় এমপি জননেতা এম. ইলিয়াস আলী ও তাঁর গাড়ী চালক আনসার আলী। এ গুমের খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে উঠে। সিলেটে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলীতে প্রান হারান ২জন । এবছরের ১৭ এপ্রিল জননেতা এম. ইলিয়াস আলী গুমের ৪বছর পুর্ন হতে চললেও আজ অবধি তাঁর সন্ধান দিতে ব্যার্থ হয়েছে ক্ষমতাসীন সরকার। নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবীতে সিলেটে আন্দোলন গড়ে তুলতে যাচ্ছে সিলেট জেলা বিএনপি।