সীমান্তে মেঘালয় পাহাড়ের কূলঘেষে চলছে শান্তিপূর্ণ ভোট
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ-ভারতের সীমান্তের একটি গ্রাম জাফলং এর নলজুরি। প্রাকৃতিক স্নিগ্ধার থাকলেও সীমান্তের স্পর্শকাতরতা বিবেচনায় ঝুঁকিপূর্ণ ছিল এ কেন্দ্র।
গোয়াইনঘাট উপজেলার ৩নং জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবশ্য সকাল থেকে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট কেন্দ্র থেকে মাথা ঘুরালেই ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়। প্রাকৃতিক সম্পদ, পর্যটন এলাকা বিবেচনায় জাফলং ইউনিয়ন উপজেলার মধ্যেই গুরুত্বপূর্ণ।
সকালে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানালেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান তিনি জানান, “কোনরকম সমস্যা হচ্ছে না, সবাই আসছে যার যার মত ভোট দিয়ে চলে যাচ্ছে”।
এরকম শান্তিপূর্ণভাবেই এ কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন করা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোট দিতে আসা কয়েকজন ভোটার জানান দৈনিক মজুরিতে নানান শ্রমে যুক্ত থাকায় কাজে যাওয়ার আগেই তারা ভোট দিতে এসেছেন।