ছাঁটাই হচ্ছে আল জাজিরার ৫শ’ কর্মী

al-jazeeraডেস্ক রিপোর্ট :: পাঁচশ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমটি বলছে, ছাঁটাইয়ের ফলে বিশ্বব্যাপি কর্মীদের ওপর প্রভাব পড়বে, তবে বেশিরভাগ কর্মী ছাঁটাই হবে কাতারে। খবর বিবিসির।

ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোওগ বলেন, এ সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল; তবে সঠিক পদক্ষেপ নিতে গ্রুপ অত্যন্ত আত্মবিশ্বাসী।

১৯৯৬ সাল থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আলজাজিরা বিশ্বব্যাপি সংবাদ প্রকাশ ও প্রচার করে আসছে। বিশ্বে আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমের ৭০টিরও বেশি ব্যুরো অফিস আছে।

মোস্তফা সোওগ এক বিবৃতিতে বলেন, যদিও আমাদের সিদ্ধান্ত বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; তারপরও এটি আমাদের জন্য কঠিন ছিল। এর আগে চলতি বছরের শুরুর দিকে আলজাজিরা আমেরিকা টেলিভিশন সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়।