ব্যভিচারের দায়ে গৃহকর্মীকে পাথর ছুড়ে হত্যা, গৃহকর্তাকে ১০০ দোররা

photo-1448731922ডেস্ক রিপোর্টঃ ব্যভিচারের দায়ে সৌদি আরবে এক গৃহকর্মীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। অথচ যে গৃহকর্তা একই অপরাধে অপরাধী, তাঁকে ১০০ দোররা মেরে শাস্তি দেওয়া হয়েছে। পাথরের আঘাতে মারা যাওয়া ৪৫ বছর বয়সী নারী শ্রীলঙ্কার নাগরিক বলে সৌদি আরবের পত্রিকা ‘ওকাজ’-এর বরাতে জানিয়েছে ডেইলি মেইল।
শ্রীলঙ্কার নাগরিক ওই গৃহকর্মী ২০১৩ সালে সৌদি আরব গিয়েছিলেন। চলতি বছরে আগস্ট মাসে তাঁকে গৃহকর্তার সঙ্গে ‘ব্যভিচাররত’ অবস্থায় দেখে ফেলেন গৃহকর্ত্রী। এরপর শরিয়া আদালতে অভিযোগের পর গত বৃহস্পতিবার আদালত পাথর ছুড়ে তাঁকে হত্যার এই রায় দেন এবং ওই দিনই রায় কার্যকর করা হয়। একই দিনে রিয়াদে শরিয়া আদালত ইন্দোনেশিয়ার আরো দুই গৃহকর্মীকে শিরশ্ছেদের আদেশ দিয়েছেন।
এদিকে এই ‘নির্মম রায়ের’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশটিতে অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাস। তবে সৌদি আরবে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত শ্রীনায়েকে রমাচন্ডে ডেইলি মেইলের কাছে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।