নবীগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কর্তন – এলাকায় উত্তেজনা
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের জনৈক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে সরকারী গাছ
কর্তনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের জনৈক লন্ডন প্রবাসী কালাম মিয়া
পাশ্ববর্তী দৌলতপুর শেখরাই নদীর পাড় হতে ৭৫টি বিদেশী প্রজাতির রেন্টি গাছ কর্তন করেন। যার বাজার মূল্য অনুমান
দেড় লক্ষাধিক টাকা। সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এসব গাছগুলো কেটে নিয়ে যাওয়ায় সরকার অনেক রাজস্ব
থেকে বঞ্চিত হচ্ছে। ঐ লন্ডন প্রবাশী প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ মুখ খোলতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ
রয়েছে। বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখায় যায় প্রায় ৭৫ টি বিদেশী প্রজাতির রেন্টি গাছ কেটে উজার করা হয়েছে। খবর পেয়ে
নবীগঞ্জ উপজেলা (ভূমি) অফিসের তহশিলদার মহশিন আলী ও জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন করতে নিষেধ
করলে তা অমান্য করে পরদনি রাতের আধারে ৭৫টি বিদেশী প্রজাতির রেন্টিগাছ কর্তন করেন। এ ব্যাপারে লন্ডন প্রবাসীর
সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।