‘বিএনপির কাউন্সিল সফল’
ডেস্ক রিপোর্ট :: বিএনপির ষষ্ঠ কাউন্সিল সফল বলে মনে করছেন আগত নেতাকর্মীদের অনেকে। তাদের ভাষ্য, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও বিএনপির কাউন্সিল হচ্ছে। বিপুল নেতাকর্মীদের উপস্থিতিই প্রমাণ করেছে সরকার যতোই ষড়যন্ত্র করুক, তাতে কাজ হবে না।
নোয়াখালীর সেনবাগ থানার কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ দেওয়ান জানান, ‘বিএনপির কাউন্সিলে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিই প্রমাণ করে বিএনপি কত বেশি জনপ্রিয় দল। বিএনপির বিরুদ্ধে সরকার যতোই ষড়যন্ত্র করুন তাদের সব ষড়যন্ত্র ভেস্তে যাবে।’
গায়ে ধানের ছড়া লাগিয়ে কাউন্সিলে আসেন হাজী দেওয়ান। মাথায় ধানের ছড়া দিয়ে ক্যাপ লাগিয়েছেন। তিনি জানালেন, ‘বিএনপিকে অনেক বেশি ভালবাসি। এই দলের নেতাকর্মীরা রাজপথে নামলে আন্দোলন সফল হবেই।’
আক্তার উদ্দিন নামে আরেক নেতা জানান, বিএনপির আজকের কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীরা ফের সক্রিয় হবে। রাজপথে এবার কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। এই কাউন্সিল সরকারের সকল বাধাকে পেরিয়ে সফলভাবে সম্পন্ন হচ্ছে।