হবিগঞ্জে ফের চার শিশু নিখোজ

18250ডেস্ক রিপোর্ট :: হবগিঞ্জ সদর উপজলোর র্পূব নোয়াগাঁও হাফজিয়িা মাদ্রাসার ৪ ছাত্র নিখোজের সংবাদ পাওয়া গছে। নিখোজ ৪ শিশু হলো হবগিঞ্জ সদর উপজলোর দরিয়াপুর গ্রামরে আব্দুল আউয়ালরে ছেলে সোহানুর (১২), নবীগঞ্জ উপজলোর সুজাপুর গ্রামরে আব্দুল্লা মিয়ার ছেলে নয়ন (১২), বাহুবল উপজলোর আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদরে ছেলে ইমতয়িাজ (১২) এবং বাহুবল উপজলো খেলাফত মজলিশের সেক্রেটারি চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনুর ছেলে রাফদি (১৩)।
জানা যায় শুক্রবার (১১ র্মাচ) বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোজ ৪ ছাত্র শুক্রবার বিকেলে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে হবগিঞ্জ সদর উপজলোর শায়স্তোগঞ্জে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে র্পূব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা সেলিম আহমদ জানান, শুক্রবার মাদ্রাসা বন্ধ ছিল। জুমআর নামাজরে পর থেকে ৪ ছাত্রকে পাওয়া যায়নি। তিনি জানান, স্থানীয়রা অইদিন বিকেলে তাদরে হবগিঞ্জ সদর উপজলোর সুতাং বাছিরগঞ্জ এলাকায় দেখতে পান। এ সময় ছাত্ররা জানায়, তারা শায়স্তোগঞ্জে যাচ্ছে। এরপর থকেে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদকিে ৪ ছাত্র নিখোজের ঘটনায় মাদ্রাসা র্কতৃপক্ষ আজ শনবিার (১২ র্মাচ) দুপুরে জরুরি বৈঠকে বসছনে। বৈঠক শেষে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা সেলিম আহমদ।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) ইয়াসিনুল হক জানান, ৪ শিশু নিখোজের বিষয়ে কেউ থানায় জানায়নি। লোক মারফত খবর পেয়ে আমি নিজে থেকে ঘটনাটি সর্ম্পকে জানতে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছি।
এর আগে ১২ ফব্রেুয়ারি হবগিঞ্জরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারী সকালে গ্রাম থকেে প্রায় দুই কিলোমিটার দুরের ইছারবলি খালের পাশে বালু মিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলশি।