এমসি কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ২ কর্মী আটক
ডেস্ক রিপোর্ট :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েক রাউন্ড গুলিও বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। এমসি কলেজে সোমবার গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রলীগের দুইজন কর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ চলাকালে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ছাত্রলীগ কর্মী তাজ উদ্দিন ও সাফায়েত হোসেন। শাহপরাণ থানা পুলিশের সহকারি কমিশনার গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত রতন গুপ্তকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সঞ্জয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় পুরো টিলাগড় পয়েন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।