মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
কমলগঞ্জ প্রতিনিধি: জেলা এবং উপজেলা ভিত্তিক কর্মরত সাংবাদিকদের মধ্যে স্বমন্বয়, পেশাদারিত্বের উৎকর্ষ সাধন এবং ভাবও তথ্যের বিনিমিয়সহ সাংবাদিকতার সার্বিক স্বার্থ সংরক্ষনের লক্ষ্যে ৫মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজারে গঠিত হয়েছে জেলা সাংবাদিক ফোরাম। এ উপলক্ষে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের এক মতবিনিমিয় সভা জেলা সদরস্থ জাহাঙ্গির কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। জেলা এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে কর্মরত ৬২ জন সাংবাদিকের উপস্থিতিতে এবং সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদের সভাপতিত্বে ও তমাল ফেরদৌস দুলালের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, বকশি ইকবাল আহমদ, অশোক কুমার দাশ, সালেহ এলাহি কুটি, খালেদ পারভেজ বকস, এম মছব্বির আলী, স,ই সরকার জবলু, আনহার আহমদ সমশাদ, মামুনুর রশীদ মহসীন, বিশ্বজিৎ চৌধুরী, মুজিবুর রহমান রঞ্জু, আব্দুল বাছিত বাচ্চু, ইসমাইল মাহমুদ, আজিজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মশাহিদ আহমদ, সানওয়ার আহমদ, প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মুহাইমিন মিল্টন, আব্দুল ওয়াহিদ রুলু, হুমায়ুন রহমান বাপ্পি, হৃদয় দেবনাথ, কামরুল হাসান মারুফ ও এমদাদুল হকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। বক্তাগণ বলেন, স্থানে স্থানে সাংবাদিকদের মধ্যে প্রতিদ্বন্ধিতা, বৈরীপণা এবং অবদমন প্রক্রিয়ার ফলে সাংবাদিকদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। কোঠারি নেতৃত্বের কারণে নতুন নেতৃত্ব গজিয়ে উঠা সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় পেশাদারিত্বের মানোন্নন ও ঘটছেনা। এই প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে একটি সুস্থ ধারার গঠন এখন সময়ের দাবী। এ লক্ষেই একটি নতুন সংগঠন গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠেছে। যে সংগঠনে থাকবেনা হীনমন্যতা, রেষারেষি এবং লেজুড় বৃত্তিরকারকতা। বক্তাদের মতামতের আলোকে সর্বসম্মতিক্রমে গঠিত হয় জেলা সাংবাদিক ফোরাম। সরওয়ার আহমদ ও আবুল কালাম জিলাকে উপদেষ্টা, বকশি ইকবাল আহমদকে সভাপতি, তমাল ফেরদৌস দুলালকে সম্পাদক এবং মামুনুর রশীদ মহসিনকে কোষাধ্যক্ষ করে সাংবাদিক ফোরামের ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অচিরেই জেলাব্যাপী উক্ত সংগঠন তার কার্য্যক্রম শুরু করবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।