সাগরনাল উচ্চ বিদ্যালয় ৪০ বৎসর পূর্তি
ডিজিটাল দেশ বিনির্মানে শিক্ষার বিকল্প নেই : যুগ্ন সচিব – নীল মনি সিংহ
এম এম সামছুল ইসলাম: ‘যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত’ শিক্ষাকে গুরুত্ব দিলে জাতি অনেক উন্নতি লাভ করবে । এ লক্ষে ডিজিট্যাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। ডিজিট্যাল দেশ নির্মানে জাতির জনক বঙ্গবন্ধুর মানস কন্যা দেশ রতœ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বাধিক গ্ররুত্ব দিয়ে বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তকসহ অন্যান্য উপকরণ দিয়ে শিশু কিশোরদের বিদ্যালয়মূখী করতে অগ্রনী ভূমিকা পালন করছেন। ‘ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান’র লক্ষে দেশকে একটি শিক্ষিত ও সুখি সমিৃদ্ধ জাতি উপহার দিতে চান’। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয় ৪০ বৎসর পূর্তি উপলক্ষে ‘ অগ্রজ ও অনুজের মিলন মেলায়’ “আনন্দ আর উৎসবে, মিলবো মোরা একসাথে” এ শ্লোগানে গত শনিবার (৫মার্চ) আয়োজিত সমাবেশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পরিচালক (যুগ্ন সচিব) ও অত্র বিদ্যালয় সাবেক সিনিয়র শিক্ষক কোং খাম নীল মনি সিংহ উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্টাতা প্রধান শিক্ষক আবুল ইসলামের সভাপতিত্বে ও শাহিন আহমদ, নজরুল ইসলাম নয়নের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ মৌলভীবাজার-১(জুড়ী-বড়লেখা) আসনের এমপি আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উল্লাহ খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত আহবায়ক আজির উদ্দিন মাষ্টার, যুগ্ন আহবায়ক বদরুল হোসেন, গোয়াল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন লেমন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক দূর্গা শংকর ভট্রাচার্য্য, অনুষ্ঠান সমন্বয়কারী প্রধান প্রাত্তন ছাত্র প্রবাসী শামছুল আলম, জিল্লুর রহমান, শাহাব উদ্দিন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রাত্তন ছাত্র প্রভাষক আব্দুছ সামাদ আজাদ। পরিশেষে অতিথিবৃন্দ ‘উল্লাস’ ম্যাগাজিনের মোড়ক উম্নোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।