বৃষ্টিতে খেলা না হলে কী হবে?
ডেস্ক রিপোর্ট :: মিরপুরে শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হওয়ার আগে শুরু হওয়া এই বৃষ্টি গভীর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। সবারই প্রত্যাশা, এবার ভারতকে হারিয়েই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ; কিন্তু বৃষ্টিই যদি না থামে, কিংবা বৃষ্টি থামলেও কী হবে ফাইনালের ভাগ্য?
এ প্রশ্নই এখন পুরো বাংলাদেশের মানুষের। তবে, হতাশ হওয়ার মতই খবর। এশিয়া কাপের ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে, খেলা যদি মাঠেই না গড়ায়, তবে ভাগাভাগি হবে শিরোপা। দু’দলেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অথ্যাৎ, এশিয়া কাপের শিরোপাটা তুলে দেয়া হবে মাশরাফি বিন মর্তুজা এবং মহেন্দ্র সিং ধোনি- দু’জনের হাতেই।