‘জোর করে’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী’র মনোনয়ন প্রত্যাহার

105963_leadডেস্ক রিপোর্টঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবুল বাশার চোকদারকে দিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। তিনি উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক। তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০-১২ সদস্যের একটি দল আবুল বাশারকে তুলে নিয়ে যায়। তাকে ভেদরগঞ্জ পৌর এলাকার গৈড্ডা গ্রামের বাড়ি থেকে ডামুড্ডা নেয়া হয়। সেখান থেকে সকাল ১০টার দিকে আওয়ামী লীগের স্থানীয় এমপি নাহিম রাজ্জাক তাকে নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান। বেলা ১২টার দিকে নাহিম রাজ্জাক, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুব্রত সাহা কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হন। এ সময় আবুল বাশার চোকদার কাঁদতে কাঁদতে বলেন, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এর বেশি কিছু বলতে পারব না। আবুল বাশারের স্ত্রী সুরাইয়া সুলতানা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ আমার স্বামীকে তুলে নিয়ে যায়। তাঁকে কেন কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে ডামুড্যায় নেয়া হচ্ছে বলে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।