নগরীর বালুচরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর বালুচর এলাকায় ছাত্রলীগের দু্ই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুবেল আহমদ নামে একজন আহত হয়েছে। তিনি ছাত্রলীগের ছয়েফ গ্রুপের কর্মী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর বালুচরস্থ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তবে ছয়েফ গ্রুপের অনুসারীরা অভিযোগ করেছেন, নিপু গ্রুপেোর কর্মীরা রুবেলের উপর হামলা চালিয়েছে।
তারা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রুবেল আহমদ বালুচর এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। নিপুর কার্যালয়ের সামনে যেতেই মোটরসাইকেলের গতিরোধ করে রুবেলকে মারধর করা হয়। এ সময় নিপু অনুসারীরা তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ছয়েফ অনুসারীরা।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা রাতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।