গোয়াইনঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়ন দিলেন যারা
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৩৬জন, আওয়ামীলীগ ৭, বিদ্রোহী ৩, বিএনপি ৭, বিদ্রোহী ১, সদস্য ২৮৪, সংরক্ষিত মহিলা ৭১। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গতকাল বুধবার বিকেল ৪টা পর্যন্ত। এতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৩৬জন, সদস্য পদে ২৮৪জন, সংরক্ষিত মহিলা ৭১জন। ক্ষমতাসীন দল আ্ওয়ামীলীগ থেকে ৭ জন ও দলের বিদ্রোহী প্রার্থী ৩জন। বিএনপি মনোনীত প্রার্থী ৭ জন, বিদ্রোহী প্রার্থী ১জন। জাতীয় পার্টি থেকে ২জন। বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ৩জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৩ জন। রিটার্নিং কর্মকর্তাদের দেয়া তথ্যমতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলার ১নং রস্তমপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মাসুক আহমদ, বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন। বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাব উদ্দিন, বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মনসুর আহমেদ বাবুল। ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ ছয়ফুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন। এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ফয়জুল ইসলাম, এম এম রহিম, হোসেন আহমদ, সুলতান মাহমুদ, মুফতি আমির আহমেদ। তবে এই ইউনিয়ন থেকে কোন বিদ্রোহী প্রার্থী নেই। ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান লেবু। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহপরান, বিদ্রোহী প্রার্থী নাই। জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ কোরবান সরকার, ইসলামী শাসনতন্ত্র আনোলনের প্রার্থী আক্কাস আলী শেখ। এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল, লোকমান শিকদার, মাওলনা নাজিম উদ্দিন ও মনোয়ারা বেগম বীণা। ৫নং আলীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া হেলাল ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদত। বিএনপি মনোনীত প্রার্থী খলিক আহমদ। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা হোসেন আহমদ। তবে এই ইউনিয়ন থেকে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। ৬নং ফতেহপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আমিনুর রহমান চৌধুরী ও বিএনপি প্রার্থী মোঃ বাবরুল হোসেন বাবুল। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন মিনহাজ উদ্দিন ও ইসলাম আলী। তবে এই ইউনিয়ন থেকে কোন বিদ্রোহী প্রার্থী নেই। ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস কামরুল হাসান (আমিরুল), বিএনপি মনোনীত প্রার্থী জামাল উদ্দিন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম। তবে এই ইউনিয়ন থেকে কোন বিদ্রোহী প্রার্থী নেই। পাশাপাশি স্বতন্ত্র কোন প্রার্থী নেই। ৮নং তোয়াকুল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ লোকমান, বিএনপি মনোনীত প্রার্থী খালেদ আহমেদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আসাদ। এই ইউনিয়ন থেকে কোন বিদ্রোহী প্রার্থী নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১ জন তিনি হলেন মোঃ সামসুদ্দিন। উল্লেখ যে আগামী ৬ ও ৭র্মাচ বাছাই, ১৩র্মাচ প্রত্যাহার এবং ১৪মার্চ প্রতীক বরাদ্ধ এবং ৩১র্মাচ নির্বাচন অনুষ্ঠিত হবে।