গোলাপগঞ্জে গ্রামীণফোনের টাওয়ার চুরি : বিলাস বহুল গাড়িসহ চোরাই মালামাল উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গ্রামীণফোনের টাওয়ারের চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির প্রায় ৭ঘন্টা পর চোরচক্রের অর্ধ-কোটি টাকা দামের বিলাসবহুল গাড়িসহ গ্রামীণফোনের চুরি করে নিয়ে যাওয়া ৪৮ পিস ব্যাটারী উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঘা গোলাপনগর বাজারের গ্রামীণফোনের টাওয়ারে ৫/৬ জনের চোরচক্র টাওয়ারের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। সেখান থেকে বিদ্যুতের ব্যাক-আপের জন্য রাখা ছোট বড় ব্যাটারী চুরি করে নিয়ে যায়। দরজা ভাঙ্গার সময় ঢাকা শহরে গ্রামীণফোন টাওয়ারের হেড অফিসে এলার্ম দিতে শুরু করে। এসময় ঢাকা হেড অফিস থেকে সিলেট মিরাবাজার টাওয়ারের সিস্টেম ইঞ্জিনিয়ার ফয়সল আহমদকে ফোনে জানানো হয় গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর টাওয়ারে চোর ঢুকেছে। তাৎক্ষণিক তিনি গোলাপগঞ্জ মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় বিষয়টি ফোনে অবগত করেন। পাশাপাশি ফয়ছল আহমদের নেতৃত্বে গ্রামীণফোনের টহলরত একদল কর্মচারী গোলাপগঞ্জের বাঘাসহ কাইঘাট, জকিগঞ্জের বিভিন্ন মোড়ে পুলিশ নিয়ে অবস্থান নেয়। শুক্রবার সকাল ৮টায় জকিগঞ্জের শাহবাগ গ্রামের কাজি আব্দুল মতিনের বাড়ির সামনে সন্দেহ জনকভাবে (ঢাকা মেট্রো-ঠ ১৩-০০১০) বিলাসবহুল গাড়িটি পাওয়া যায়। জকিগঞ্জ থানা পুলিশ তল্লাশি করে চোরাই ব্যাটারির সন্ধান পায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাফর একদল পুলিশ নিয়ে ওই গাড়ি ও উদ্ধার হওয়া চোরাই মালামাল থানায় নিয়ে আসেন। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশি টহলের বিষয়টি টের পেয়ে চোরচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় সিলেট রিজিওনাল সিকিউরিটি অফিসার তাপস সমাজপতি বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।