জাগো হিন্দু বাংলাদেশ এর সাধারন সভা অনুষ্টিত
অদ্য বিকাল ৫ ঘটিকায় সিলেটর অভিজাত হোটেলে জাগো হিন্দু বাংলাদেশ এর সাধারন সভা অনুষ্টিত হয় । উক্ত সাধারণ সভা স্বপন চন্দ এর পরিচালনায় বিভাগীয় সভাপতি বিপ্র দাস বিশু বিক্রম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র নাথ, অর্থ সম্পাদক বিজিত বিশ্বাস, সুজন তালুকদার, দিপক অধিকারী, স্বপন দাস, অয়ন দাস, সুমন বাহাদুর, নয়নমনি দাস, আশীষ দাস, সুমন দাস প্রমুখ। সভায় সিন্ধান্ত অনুযায়ী ‘হিন্দু শাস্ত্রে অনাদীকার হস্থক্ষেপ তালাক প্রথা ও সারাদেশে সংখ্যালঘু হত্যা নির্যাতনের’ প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় মানববন্ধন আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধন সফল করার জন্য সংগঠনের সকল সদস্য সহ ধর্ম বর্ণ নিবিশেষে সর্ব স্থরের জন সাধারনের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।