মুক্তাক্ষর’র শিক্ষার্থী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও গুনিজন সংবর্ধনা

muktakkhorজ্ঞানঞ্জন মুক্তাক্ষরের অভিভাবক মোঃ জিহাদ আহমদ জাতীয় পুরস্কার প্রাপ্ত সৌমিক রায় ও মার্কস অলরাউন্ডার পুরস্কার প্রাপ্ত সাদমান সাকিব নাবিল কে সিলেট মুক্তাক্ষরের উদ্যোগে গতকাল শুক্রবার মজুমদারীস্থ এলাকায় এক সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল আমিনের সভাপতিত্বে ও শাহরিন জান্নাত বুশরা এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফিজা এন্ড কোং এর সত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হারুনুর রশিদ অপু, আনাস আহমদ চৌধুরী, সুরমান আলী। স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর। সম্মাননা পত্র পাঠ করেন, প্রিয়াশ্রী কর পিউ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের পরিশ্রমের ফল তোমরাই ভূগ করবে। কেউ তোমাদের অধিকার কেরে নিতে পারবেনা। তারই প্রমান মুক্তাক্ষর। যে ভাবে আজ তোমাদের পরিশ্রমে জাতীয় পুরস্কার পেয়েছ তারই ধারাবাহিকতা ধরে রাখতে সর্বক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হবে। লেখা পড়ার পাশাপাশি সমাজে চলার যতটুকু প্রয়োজন তা তোমাদের চর্চা করতে হবে। তাহলে তোমরা ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে যাবে। তোমাদের দেখাদেখি অন্য ছাত্র-ছাত্রীরাও যেন আরও উৎসাহিত হয়। যতটুকু সহযোগীতা করার প্রয়োজন তোমাদের পাশে থেকে আমি তা করে যাব। তিনি গতকাল মুক্তাক্ষ’র সংবর্ধনা অনুষ্ঠানের উপরোক্ত কথাগুলো বলেন। বিজ্ঞপ্তি