সিলেট মহানগর মহিলা আ.লীগের সভাপতি শাহানারা, সম্পাদক আসমা

52251ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানারা বেগম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আসমা কামরান। এছাড়া খায়রুন্নেসা শেলী সহ-সভাপতি ও  সাবিনা আনোয়ার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং কবুতর উড়িয়ে ম্মেলন উদ্বোধন  করেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা এবং সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভানেত্রী সাফিয়া খাতুন।
দুই পর্বে অনুষ্টিত সম্মেলনে প্রথম পর্বে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আহবায়ক কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারীদের ঘরে বসে থাকলে চলবে না। নারীদের ঘরের বাইরে বেরিয়ে এসে দাবি-দাওয়া ও অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আসমা কামরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা কামরুনেছা মান্নান, সদস্য দিলরুবাজ্জামান শেলি।
এছাড়া বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন চৌধুরী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নীনা চৌধুরী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা রুবি ফাতেমা ইসলাম, মৌলবীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন, সাধারন সম্পাদিকা রেজিয়া রহমান প্রমুখ।