কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে ছাত্রলীগের মিছিল
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় নগরীতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার রাত ১০টায় সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের নেতৃত্বে মিছিলটি নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুবিদ বাজার পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত উপ-গণ যোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল ও উপ-কৃষি বিষয়ক সম্পাদক শামিম মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।