পাওনা টাকা নিয়ে ভাগ্নের হাতে ৩ মামা খুন
ডেস্ক রিপোর্টঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাগ্নের হাতে তিন মামা খুন হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে গোবিন্দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজ মোল্লা (৫৫) ও তার চাচাতো ভাই টেন্ডা মিয়া (৫০) ও করিম মোল্লা (৪৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মোল্লার বোনের ছেলেদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। আজ এই নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। এরই জেরে সকালে আজিজ মোল্লার বোনের ছেলে তার দলবল নিয়ে এসে হামলা চালায়। তারা আজিজ মোল্লা, টেন্ডা মিয়া ও করিম মোল্লাকে এলোপাতাড়ি কোপায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।