চার বৃটিশ এমপিকে মেট্রো চেম্বারের সংবর্ধনা
ডেস্ক রিপোর্টঃ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে চার বৃটিশ এমপিকে সংবর্ধনা প্রদান হয়েছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন বৃটিশ এমপি স্যার কিয়ার স্ট্রামার, স্টিফেন টিম্স, স্টিভ রিড, হাওয়ার্ড ডবার, রবার্ট লাথাম, কাউন্সিলর আবদুল হাই, নাসিম আলী অভি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর রবার্ট ইভেন্স, মতিন উজ্জামান, ক্রিস উয়েভার। সংবর্ধনায় অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের কর্মকর্তারা বৃটিশ অতিথিদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের পরিচালক এ.টিএম সুয়েব আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ, পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, হোরায়রা ইফতার হোসেন, তাহসিন আহমদ, সুমেয়াত নুরী চৌধুরী জুয়েল, অনুপ কুমার দেব, মোয়াম্মির হোসেন চৌধুরী, নিজাম উদ্দিন, খন্দকার শিপার আহমদ ও এসএমপি’র ডিসি(সদর উত্তর)ফয়সল মাহমুদ প্রমুখ।