গহরপুর জামেয়ার ৫৯তম বার্ষিক মাহফিল সম্পন্ন

pic-13.02.2016বালাগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আলামা নুরুদ্দিন গহরপুরী (রহ.)র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামীয়া হুসাইনীয়া গহরপুর মাদ্রাসার ৫৯তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মাহফিল শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুস সাত্তার।
দিবাবাত্রির এ মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলি এবং গহরপুরী (রহ.) এর ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। জামেয়ার মুহতামিম গহরপুরী (রহ.)’র ছাহেবজাদা হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সভাপতিতে ওয়াজ মাহফিলে ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি নাছিম কাসেমী, তফজ্জুল হক হবিগঞ্জী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-পরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, হযরত মাওলানা সৈয়দ আছগর হোসাইন যুক্তরাজ্য, হযরত মাওলানা তফজ্জুল হক আজিজ ঢাকা, মাওলানা শরীফ মোহাম্মদ, নজিম উদ্দিন কাসেমী, মাওলানা ওয়াইজ উদ্দিন ময়মনসিংহ, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি ওয়াহিদুর রহমান, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, মুফতি আবুল হাসান, প্রখ্যাত মুহাদ্দিছ মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথীসহ দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম নছিহত পেশ করেন। মাহফিলে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া প্রমুখ। মাহফিলে বক্তৃতাকালে উলামায়ে কেরামগণ বলেন, মুমিনের জীবনের প্রতিটি মুহুর্ত মহান আলাহতায়ালাহ ও তাঁর রাসুল (সা.) এর আদেশ-নির্দেশ মেনে চলতে হবে। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবী হাসিল করতে হলে এর বিকল্প কোন পথ নেই।