শ্যানন ও নিশা দেশাইর সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বৈঠক
নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল এফেয়ার্সের আন্ডার সেক্রেটারি এম্বাসেডর থমাস শ্যানন ও সহকারি সেক্রটারি অব টেস্ট নিশা দেশাই বিসওয়ালের সাথে বৈঠক করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের সহকারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত ১২ ফেব্রুয়ারি এই দুই কর্মকর্তার সাথে বৈঠক করেন। বৈঠকে তারা বাংলাদেশের গণতন্ত্র, সন্ত্রাস, আইসিস, জলবায়ু পরিবর্তন, সম্প্রতি সময়ে বিদেশী হত্যা, ব্লগার হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এম্বাসেডর থমাস শ্যাননের সাথে ৪৫ মিনিটের বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রী থমাস শ্যাননকে ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে এম্বাসেডর থমাস শ্যানন বলেন, তার বাংলাদেশ সফর ফলপ্রসু হয়েছে। এ ছাড়াও শ্যানন আগামীতে দক্ষিণ এশিয়া সফরের কথা জানালে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আহবান জানান। এই বৈঠকে এম্বাসেডর থমাস শ্যাননকে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সন্ত্রাস ও জঙ্গী দমনে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে আগামীতে আরো সুদৃঢ় হবে। সন্ত্রাস ও জঙ্গী দমনে দুই দেশ এক সাথে কাজ করবে।
এম্বাসেডর থমাস শ্যাননের সাথে বৈঠকের পূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সাথে বৈঠক করেন। এই বৈঠকেও তারা গণতন্ত্র, সন্ত্রাস, ব্লাগার ও বিদেশী হত্যা এবং আইসিস নিয়ে কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে বলে দুই কর্মকর্তাকে আশ্বাস প্রদান করেন।