বিশ্বনাথে সরকারী রাস্তায় গাছ কর্তন : মামলা গ্রেফতার ১

ফাইল ফটো
ফাইল ফটো

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে সরকারী রাস্তায় লাগানো গাছ কর্তনের অভিযোগে মামলা করেছেন ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। গতকাল বুধবার ১০জন কে অভিযুক্ত করে ওই মামলা করেন তিনি। যার নং ১৭। মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ তার নাম আনোয়ার হোসেন। সে তেলিকোনা গ্রামের মৃত: উস্তার আলীর পুত্র।
মামলার অন্যান্য আসামীরা হলেন তেলিকোনা গ্রামের মৃত: ইসরাইল আলীর পুত্র দিলোয়ার মিয়া (৫০), একই গ্রামের মৃত: উমর আলীর পুত্র আবুল হোসেন (৬০), আজিজ উল্লাহ’র পুত্র বাদশা মিয়া (৫৫), মৃত: আঞ্জব আলীর পুত্র তেরা মিয়া (৫৫), মৃত: আব্দুল গফুরের পুত্র ছোয়াব উল্লা (৫০), মৃত: আব্দুল আজিজের পুত্র আশিক মিয়া (৩৫), মৃত: আবুল কালামের পুত্র তারেক আহমদ (৩০), মৃত: আইয়ুব আলীর পুত্র সফিক মিয়া (৩৫), মৃত: উস্তার আলীর পুত্র আনোয়ার হোসেন (৩০), মকদ্দুছ আলীর পুত্র সুফু মিয়া (২৫)। এছাড়া ওই মামলায় আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ : ৪ ফেব্রুয়ারী সকাল ৯টায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর বাড়ির সামন থেকে তেলিকোনা সেতু পর্যন্ত সরকারী রাস্তায় বিভিন্ন জাতের লাগানো গাছ কর্তন করে এজাহার নামীয় আসামীরা। এসময় প্রধান আসামী দিলোয়ার মিয়ার নেতৃত্বে দা, লাঠি, সুলফি, সেল, গাছ কাটার করাতসহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ১৪৫টি গাছ কর্তন করে ফেলে যায়। এতে প্রায় ৭২ হাজার ৫শত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী ঘটনাস্থলে গেলে দিলোয়ার মিয়ার হুকুমে আসামীরা পথরোধ করে কিল ঘুষি মেরে পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা দিলোয়ার মিয়া নিয়ে যায়। এসময় ভান্ডারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পরবর্তীতে পেলে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।