বিশ্বনাথে যুবতীর আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে এক যুবতী আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম সুলতানা বেগম। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের ময়না মিয়ার মেয়ে। গতকাল শনিবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। জানাগেছে, রান্নাঘরের তীরে গলায় ওড়না পেছিয়ে সে আতœহত্যা করেছে। আতœাহত্যার কারণ জানাযায়নি। এ ঘটনায় থানায় অপমুত্যু মামলা হয়েছে। যার নং ১২। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানার এসআই টিপু সুলতান বলেন, আতœহত্যার কারণ জানাযায়নি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।