সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দের দিলদার হোসেন সেলিমের সাথে সৌজন্য সাক্ষাত
সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ মঙ্গলবার বিকালে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের লামাবাজারস্থ বাস ভবনে এক সৌজন্য সাক্ষাত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাহবুবুর রব ফয়সল, মহানগর বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সুহেল, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সৈয়দ এনায়েত মিয়া, আব্দুল মালেক, তোফায়েল আহমদ সুহেল, যুবদল নেতা আব্দুল মুক্তাদির খান, মোস্তাক আহমদ, ছাত্রদল নেতা মাছুম পারভেজ, সুহেল ইবনে রাজা, আমজাদ হোসাইন, দুলাল রাজা প্রমুখ।
সৌজন্য সাক্ষাতকালে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক পন্থায় কমিটি উপহার দিয়ে বিএনপি দলীয় রাজনীতিতে বাংলাদেশে নজির স্থাপন করেছে। নেতৃবৃন্দ আগামী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।