ডেস্ক রিপোর্টঃ সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘সুপ্রিমকোর্ট কোনো বিশেষ ব্যক্তির নয়, জনগণের। সংবিধানকে সমুন্নত রাখা এবং দেশের ১৬ কোটি জনগণের অধিকার রক্ষার জন্যই এই সুপ্রিমকোর্টের সৃষ্টি। এই সুপ্রিমকোর্ট ও সংবিধানকে যারা ধ্বংসের চেষ্টা করছে জনগণ তাদের ক্ষমা করবে না।’
‘বিচার বিভাগের স্বাধীনতা ও বিরাজমান পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জগলুল হায়দার আফ্রিক।
ড. কামাল হোসেন আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি সারাজীবন দল করেছি, মন্ত্রী হয়েছি কিন্তু কখনো সুপ্রিমকোর্টে এসে দলীয় পরিচয় দেইনি। আপনারা মন্ত্রিত্ব করেন কিন্তু দালালি করবেন না। আত্মসম্মান বোধ রেখে যে অর্থ উপার্জন করা যায় সেটাই আইন পেশার বৈশিষ্ট্য।’
কামাল বলেন, ‘দলীয় পরিচয় দিয়ে যেসব আইনজীবী কোর্টে ঘুরে বেড়ায় সেই রোগে আক্রান্ত না হওয়াই ভালো। বিচারক ও সরকারি কৌসুলী হওয়ার জন্য কি দলের দালালি করতে হবে? বিবেক ও চিন্তা শক্তির ওপর নির্ভর করে আইন পেশা পরিচালনা করুন। যদি তা না পারেন তাহলে এ পেশা ছেড়ে দিন। এ পেশায় থেকে জাতির পিতা থেকে শুরু করে অসংখ্য লোককে আইনী সাহায্য দিয়েছি, কখনো প্রতিদান চাইনি।’
তিনি বলেন, ‘কিছু কিছু জজ যদি কুকর্ম করে থাকে তাদের হাত থেকে বিচার বিভাগ ও সংবিধানকে রক্ষা করতে হবে। অনেক আইনজীবী আছেন যারা কোটি টাকা নিয়ে জামিন এনে দেন। কিন্তু তারা আইনজীবী নয়, তারা ভাগাড়। প্রয়োজনে আন্দোলন করতে হবে। আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকলে এটা অর্জন করা অবশ্যই সম্ভব।’