সিলেটে হিন্দু মহাজোটের ধর্মসভায় বিশৃঙ্খলার চেষ্টা, আটক ৪

3-1-400x261নিজস্ব প্রতিবেদক : সিলেটে জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত ধর্মীয় সভায় বিশৃঙ্খলার চেষ্টার ৪ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে কতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।

জানা যায়, জেলা পরিষদ মিলনায়তনে আজ ধর্ম সভার আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখা। ধর্ম সভা উপলক্ষ্যে জেলা পরিষদের ফটকে তোরণ নির্মান করা হয়।

সকালে ৪/৫ জন যুবক এসে এই তোরণ ভাংচুর ও ব্যানার ছেঁড়ার চেষ্টা চলায়। এসময় অনুষ্ঠানস্থলে থাকা কতোয়ালি থানা পুলিশ ধাওয়া করে ৪ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছেন সুমন, রুবেল, মুশাহিদ। অপর একজনের নাম পাওয়া যায়নি।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি । এ ব্যাপারে বিকেল পর্যন্ত আয়োজক সংগঠনের নেতাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।