কানাইঘাটে প্রধান শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্র

Image-127(1) copyডেস্ক রিপোর্টঃ কানাইঘাটে প্রধান শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার হয়েছে শিশুছাত্র তানজীর। নির্যাতিত তানজীর হাসান (১০) উপজেলার চরিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের নাতী। গত ২৬জানুয়ারী দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কানাইঘাট থানা ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক ফখর উদ্দিন একই চরিপাড়া (করডি) গ্রামের মৃত রশিদ আলীর পুত্র। শিশুর পিতামহ মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সাথে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক ফখর উদ্দিন তার স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তাজীরকে ২৬জানুয়ারী দুপুরে তার অফিস কক্ষে ডেকে নেন। পরে লাঠি দিয়ে বেদম মারপিট করে তাকে গুরুতর জখম করেন। খবর পেয়ে শিশুর মা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন । পরে তাকে কানাইঘাট উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার বিচার চেয়ে শিশুর পিতা হাসন রাজা সিলেট জেলা শিক্ষা অফিসার ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের ভয়ে শিশু তানজীরের লেখাপড়া বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
কানাইঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।