অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীর শয্যা পাশে এমপি মুহিবুর রহমান মানিক
দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার কাওছার চৌধুরীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগাহ মহল্লায় রাজাগলী বাসায় দেখতে যান ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তিনি সাংবাদিক কাউসার চৌধুরীর শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, সাবেক সহ সভাপতি শেখ আলী আসরাফ সুহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম রশিদ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন প্রমূখ।