নাশকতার মামলায় জেলা ছাত্রদল সভাপতি সাঈদ গ্রেপ্তার

2ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯। র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয় ২০১৫ সালের নাশকতার একটি মামলায় সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে র‌্যাব-৯ এর একটি দল আজ সন্ধ্যায় (২৫ মার্চ)বাসা থেকে তোলে নিয়ে গেছে বলে দাবি করেছিলেন তার পরিবারের সদস্যরা। ছাত্রদল নেতা সাঈদ আহমদের ছোটভাই মুমিতুজ্জামান সুজন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে  জানান শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন যুবক তাদের উপশহরস্থ স্পিং টাওয়ারে  বাসায় যান। এ সময় র‌্যাব-৯ এর পরিচয়পত্র দেখিয়ে তারা সাঈদ আহমদকে বাসা থেকে ধরে নিয়ে যান।
দলীয় সূত্রে জানা যায়- জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে ৬টি  মামলা রয়েছে। তবে সবগুলোতেই তিনি জামিনে আছেন বলে জানিয়েছেন তাঁর ভাই সুজন।