খাগড়াছড়িতে ভারতীয় সেনাবাহিনীর ‘কমব্যাট পোশাকসহ’ আটক ২

62817ডেস্ক রিপোর্টঃ খাগড়াছড়ি সদর উপজেলায় অস্ত্র ও ভারতীয় সেনাবাহিনীর পোশাকসহ স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে সেনাবাহিনী এ অভিযান চালায় বলে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জি টু আই মেজর নাছির উল হাসান জানান।  আটকরা হলেন-নুনছড়ির কালিবন্ধু ত্রিপুরা (৪৫) ও তার ছেলে যতন কুমার ত্রিপুরা (২৭)। কালিবন্ধু ত্রিপুরা খাগড়াছড়ি ১ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য।
মেজর নাছির জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে তাদের নুনছড়ির বাড়ি থেকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি বন্দুক, তিনটি গুলি, ভারতীয় সেনাবাহিনীর ‘কমব্যাট পোশাক’ ও বেশকিছু ভারতীয় রুপি উদ্বার করা হয়। তাদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর নাছির। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সদর থানার ওসি সামছু উদ্দীন ভুইয়া।