গোলাপগঞ্জ পৌরসভার নব নির্বাচিত জন প্রতিনিধিদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ
নোমান মাহফুজ: গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী শপথ গ্রহনের মাধ্যমে তার কার্যক্রম শুরু করেছেন। গতকাল সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ গ্রহণের পর কাউন্সিলারদের নিয়ে গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এক সভায় মিলিত হন। হাজারও মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সিরাজুল জব্বার তার বক্তব্যে বলেন নির্বাচনকে কেন্দ্র করে পৌরবাসীর মধ্যে যে অনৈক্যের সৃষ্টি হয়েছিল তা দূর করে পৌরবাসীকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে আমার প্রথম কাজ। কে আমাকে ভোট দিয়েছে আর কে দে নাই এ বিষয়টি নিয়ে কোন কথা শুনতে চাইনা। আমি মনে করি এ পৌরসভার সকল মানুষ আমার আপনজন, সকলের প্রতিনিধি হিসেবে বৈষম্যহীন পৌর পরিষদ গড়ে কাজ করে যাব। এতে আমি পৌরবাসীসহ গোলাপগঞ্জের সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করি।
গতকাল বেলা ২টায় গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত শপথ পরবর্তী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পর পর ৩ বারের নির্বাচিত কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল,১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী জামিল, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নাজিম উদ্দিন। এসময় নব নির্বাচিত অন্যান্য কাউন্সিলর ও মাহিলা কাউন্সিলারগন উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চৌমূহনী জামে মসজিদের মোতাওয়াল্লী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সেক্রেটারী (সচিব) সাংবাদিক আব্দুল আহাদ, প্রখ্যাত আলেম মাওলানা আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, ব্যবসায়ী তাজিক আহমদ চৌধুরী, হাজী টুনু মিয়া, গোলাপগঞ্জ সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি মাখন মিয়া, যুব নেতা রুহেল আহমদ, ছাত্রনেতা আব্দুল হানিফ খান, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, গোলাপগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ হানিফ আলীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। সভা শেষে সকলের কল্যাণ কামনা করে মোনাজাত করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন। এসময় আনুষ্ঠানিক ভাবে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করেন গোলাপগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলী যোগেশ চ্যাটার্জী।