মাসব্যাপি মাদকবিরেধী অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৬

মাসব্যাপি মাদকবিরোধী অভিযান ও প্রচার-প্রচারণা কর্মসূচির অংশ হিসাবে নগরীর উপশহরস্থ মেট্টোসিটি মহিলা কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখছেন- সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন মোল্লা। ছবি:- শাহ পরাণ থানা এলাকায় মাদকদ্রব্যসহ আটকৃতরা
মাসব্যাপি মাদকবিরোধী অভিযান ও প্রচার-প্রচারণা কর্মসূচির অংশ হিসাবে নগরীর উপশহরস্থ মেট্টোসিটি মহিলা কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখছেন- সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন মোল্লা।
ছবি:- শাহ পরাণ থানা এলাকায় মাদকদ্রব্যসহ আটকৃতরা

মাদকদ্রব্যের অপব্যবহারের কুফল বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচার-প্রচারণা চালানোর জন্য জানুয়ারী ২০১৬ মাসে দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর প্রেক্ষিতে সিলেট বিভাগের প্রতিটি জেলায় মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের কার্যালয়। কর্মসুচির অংশ হিসেবে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের কার্যালয় গতকাল বুধবার সিলেট শহরতলীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ৯০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে।
আটকৃতরা হলো :- সুয়েল আহমদ (৪১), সায়েব আলী (৫৪), কাউসার (৩১), মো. আমিন (৪১), সাগর (২২), রোকন ভাস্কর (৩৫)। এ ঘটনায় সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক নজীব আলী বাদি হয়ে আটকৃত রোকন ভাস্করকে আসামী করে শাহ পরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু কা হয়েছে। বাকী পাঁচজনকে নির্বাহী জিয়াউল ইসলাম চৌধুরী বিভিন্ন মেয়াদে ৬-১ মাসের সাজা প্রদান করেছেন। এছাড়াও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচার-প্রচারণা চালানোর জন্য মাসব্যাপি কর্মসুচীর অংশ হিসাবে নগরীর উপশহরস্থ মেট্টোসিটি মহিলা কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেট্টোসিটি মহিলা কলেজের অধ্যক্ষ’র সভাপতিত্বে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লা কাজল, উপ-পরিচালক জাহিদ হোসেন মোল্লা, সাংবাদিক, কলামিস্ট অফতাব চৌধুরী, কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা।
মাদকবিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক নজীব আলী, মো. এমদাদুল্লাহসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে- মাদকবিরোধী আলোচনাসভা, জুম্মার নামাজের খুৎবার পূর্বে ইমামদের মাধ্যমে মাদকবিরোধী বক্তব্য প্রদান, মাদকবিরোধী গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা, মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শন, মাইকিং, মাদকবিরোধী পোস্টার-লিফলেট-স্টিকার বিতরণ, মাদকবিরোধী র‌্যালী, মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা, কনসার্ট ইত্যাদি কর্মসুচি পালন করা হবে।