ফতেহপুর বিন্নাকাদ্দি উচ্চ বিদ্যালয়ের অতিরিক্ত ভর্তি ফি আদায়ে বিপাকে অভিবাবকরা
গোয়ানইঘাট উপজেলায়র ফতেহপুর ইউনিয়নের হাই স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে অগ্রাধীকার দিয়ে যে মূহূর্তে বিনামূল্যে বই বিতরণসহ, উপবৃত্তি প্রদান করে মেধাবী দরিদ্র ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় এগিয়ে নিতে সহযোগীতা করছেন বিশেষ করে সিলেটের কৃতি সন্তান সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকায় সিলেটের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এমতবস্থায় ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাবদ অতিরিক্ত টাকা আদায় ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিথে রেজিষ্ট্রেশন ফি বাবাদ অতিরিক্ত টাকা দাবী করার অভিযোগ রয়েছে। বর্তমানে এএসএসি শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফিস নাম দিয়ে আবারো টাকা আদায় করা হচ্ছে। অধিকাংশ শিক্ষকই স্থানীয় হওয়ায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ না করলেও অতিরিক্ত টাকা বহন করতে পারছেনা। ফলে দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা ভর্তির টাকা না দেওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী অকালে ঝরে পড়ছে।