‘ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে না দাঁড়িয়ে শিক্ষকের পালিয়ে যাওয়া লজ্জ্বাজনক’

15680ডেস্ক রিপোর্টঃ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: আরিফুল ইসলামের বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার মানববন্ধন ও মিছিল করে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককের শাস্তিসহ ৩ দফা দাবি জানান।
গত ২৩ জানুয়ারি শাবি শিক্ষক আরিফুল ইসলামের গাড়ির ধাক্কার দু’জন নিহত হন। এ ঘটনায় দায়ীদের শাস্তি, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান ও ক্যাম্পাসে নিরাপদ সড়কের দাবিতে সোমবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন আয়োজন করে শাবি সম্মিলিত সাংস্কৃতিক জোট।
লাইব্রেরি ভবনের সামনে কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধ শেষে মৌন মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি লাইব্রেরি ভবনের সামনে থেকে শুরু হয়ে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ২৩ জানুয়ারির ঘটনার পর শাবি’র শিক্ষক ড. আরিফুল ইসলাম নিহতের পরিবারকে সাহায্য না করে পালিয়ে যাওয়া অত্যন্ত লজ্জ্বার।