বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মান্নার মৃত্যুতে সিলেট ছাত্রদলের শোক
বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আখতারুজ্জামান চৌধুরী মান্নার (৪৫) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ । বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তারা বলেন আখতারুজ্জামান চৌধুরী মান্নার শুধু রাজনীতিবিদ নয় তিনি একজন ক্রীড়া সংগঠক ও ছিলেন, তার অকাল মৃত্যুতে আমরা একজন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক কে হারিয়েছি ।
আললাহ আখতারুজ্জামান চৌধুরী মান্নার কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
বিবৃতিদাতারা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারন স¤পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন স¤পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও মাহফুজুল করিম জেহিন, মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা স¤পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য-প্রকাশনা স¤পাদক আব্দুল মজিদ, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ প্রমুখ।