৬নং ফতেহপুর ইউনিয়ন নির্বাচনে মো. ইসলাম আলীকে সর্বস্তরের জনতার সমর্থন

Islam Aliফতেহ্পুর ইউনিয়নের সর্বস্তরের মুরব্বিদের সম্মতিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইসলাম আলীকে সমর্থন দিয়েছেন সর্বস্তরের জনতা। গত শুক্রবার তুমুল বৃষ্টি উপেক্ষা করে ফতেহ্পুর মাদরাসায় এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফতেহপুর ইউনিয়নের প্রবীন মুরব্বি হোসেন আহমদ মানিকের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মনির উদ্দিন মাষ্টারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি জমশেদ মিয়া, আলহাজ্ব বঙ্গাই মিয়া, বেলাল উদ্দিন, পাখি মিয়া, ক্বারি মেম্বারসহ এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষকসহ সকলা শ্রেণি পেশার মানুষ। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক মো. ইসলাম আলীকে উপস্থিত এলাকাবাসীর নির্দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং নির্বাচনে তাকে নির্বাচিত করতে সর্বাতœক সহযোগীতা করবেন বলে হাত উচিয়ে আশ্বাস প্রদান করেন। পরে এক মোনাজাত ও শিরনী বিতরণের মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়। প্রার্থী হিসেবে মো. ইসলাম আলী বলেন, দীর্ঘ এক যুগের বেশী সময় থেকে সংবাদপত্রের সাথে জড়িয়ে রয়েছি পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমে সিলেটের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবী আদায়ে রাজপথে ছিলাম,বিবেকর তাড়নায় মানুষের অধিকার আদায়ে ও পিছিয়ে পড়া উন্নয়ন বঞ্চিত ফতেহপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল, পর্যটক ইউনিয়ন হিসেবে নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন। বিশেষ করে একি ইউনিয়নে ১৯৫৬ সালে গ্যাস উত্তোলন হলেও অদ্যবদি ফতেহপুর ইউনিয়ন গ্যাস থেকে বঞ্চিত, অধিকাংশ গ্রামেই এখনো বিদ্যুৎ পৌাঁছেনি, ফতেহপুর ভূমি অফিস গোয়াইঘাট থেকে পরিচালিত হচ্ছে অথচ কাগজে কলমে মানিগঞ্জে থাকা সত্ত্বেও অফিস করছেন গোয়াইঘাটে বসে এতে জনগণের টাকা ও সময় নষ্ট হচ্ছে। তাই জন গুরুত্বপূর্ণ দাবী তিনি বর্তমান সরকারের মাধ্যমে আদায় করে জনসেবা নিশ্চিত করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।