বালাগঞ্জ-ওসমানীনগর হাওনিয়া-ছনিয়া হাওর উন্নয়ন উপ-প্রকল্প হস্তান্তর

প্রকল্প বাস্তবায়ন হওয়ায় উপকার ভোগ করছে ৩০ হাজার লোক

Balagonj Picশাহ্ মোঃ হেলাল, বালাগঞ্জ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৪কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ‘‘হাওনিয়া-ছনিয়া হাওর উন্নয়ন উপ-প্রকল্প’’টি গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে চুক্তিস্বাক্ষরেরর মাধ্যমে প্রকল্প ও দলিল হাওনিয়া-ছনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.(পাবসস) এর নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষে সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তিপাল এবং সমতিরি পক্ষে পাববস এর সভাপতি ময়নুল আজাদ ফারুক দলিলে স্বাক্ষর করেন। এতে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেনর্ ৃবালাগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম ও সমিতির সম্পাদক আবদুল মালিক সিরাজ। এ উপলক্ষে পাববস লি. এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ময়নুল আজাদ ফারুক। সভায় অন্যানের বক্তৃতা করেন, এলজিইডি’র সিপিও হাবিবুর রহমান, উপসহকারি প্রকৌশলী মাহফুজুর রহমান, মির্জা ইদ্রিস উদ্দিন, শাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ আসলম খান, ভূমিদাতা জুয়াদ আলী, সমিতির কর্মকর্তা কাজী তুহেল আহমদ, মশুদ মিয়া, ফরহাদুল ইসলাম, সোনারা বেগম, লায়লা বেগম, রোকেয়া খাতুন, মনোহর আলী, কাজী সোবা মিয়া, জিলু মিয়া, ছনর আলী, আবদুছ ছালিক, জুনাব আলী, জামাল মেম্বার, শেখ কামাল আহমদ করম, আফছর আলী, শরিফ আহমদ, আহাদ আলী, হানু মিয়া, শাহেদ আলী গেদা।
জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় দুটি ইউনিয়নে প্রায় ৪কোটি টাকা ব্যয়ে ‘‘হাওনিয়া-ছনিয়া হাওর উন্নয়ন উপ-প্রকল্প‘টির কাজ ২০১৩ সালের ডিসেম্বরে শুরু হয়ে গত বছরের জানুয়ারীতে সম্পন্ন হয়। প্রকল্পের আওতায় হাওনিয়া-ছনিয়া হাওরে আলিখা, জানখাল, কাটাখাল ও আয়না খালের ৯কি.মি. খনন, ২টি রেগুলেটর স্থাপন ও সমিতির অফিস গৃহ নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকার ৯৩৪ হেক্টর জমি পুরোপুরি ভাবে চাষের আওতায় আসে। এছাড়াও মৎস্য চাষ ও বৃক্ষরোপনের সুবিধা থাকায় এ প্রকল্পের আওতায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ও ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউপির ১৬টি গ্রামের প্রায় ৩০ হাজার লোক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপকার ভোগ করছে।